| শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
‘জনগণের জন্য পৌরসভা, পৌরসভার মেয়র জনগণের শাসক নয় সেবক’ এ মূলমন্ত্রকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাগেরহাটের মোলেরগঞ্জ পৌর সভা নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা এ্যাড.তাজিনুর রহমান পলাশ।
শুক্রবার বিকেলে মোরেলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ আহবায়ক মোজাম্মেল হক মোজাম। সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি ও প্রেসক্লাব নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার জামাল হোসেন শরীফ। সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা শহীদুজ্জামান সাবু, পৌর যুবলীগ আহবায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শেখ প্রমুখ।
সভায় সম্ভাব্য মেয়র প্রার্থী এ্যাড.তাজিনুর রহমান পলাশ বলেন, পৌরসভা একটি সেবামূলক প্রতিষ্ঠান । এ সেবামূলক প্রতিষ্ঠানটি জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি এবং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন ভাইয়ের নির্দেশনা ও সহযোগীতায় ডিজিটাল, আধুনিক ও সেবামূলক পৌরসভায় পরিনত করার প্রতিশ্রæতি দিচ্ছি।
সভায় প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১৫:০৯ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum