| বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলা করে বিকৃত করার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা পরিষদ। বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন অংশ গ্রহন করেন।
মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান অ্যাড.শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম পুতুল, সকল সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগন অংশ গ্রহন করেন ।
মানববন্ধনে জাতির পিতার ভাস্কর্যে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি ও সারা দেশে মৌলবাদ, সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়।
Posted ২১:১৬ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum