| শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
ডেভলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পুয়র (র্ডপ) এর উদ্যোগে হেলভেটাসের আর্থিক সহযোগিতায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে পানিই জীবন প্রকল্পের আওতায় সেনিটেশন, হাইজিং ও করোনা প্রতিরোধ কল্পে হাতধোয়া এবং মাস্ক পড়া ক্যামপেইন শেষ করেছে।
র্ডপ উপজেলার ছয়টি ইউনিয়নে কাজ করছে। ইউনিয়ন গুলহল বহরবুনিয়া, জিউধরা, নিশানবাড়ীয়া, বারইখালী, মোরেলগঞ্জ সদর ও খাউলিয়া ইউনিয়ন। স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। এর মধ্যে আলোচনাসভা, জনগোষ্ঠির মাঝে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, উঠান বৈঠক, হাত ধোঁয়া অনুশিলন, সচেতনা মূলক লিফলেট বিতরণ, স্যানিটারী প্যাড, মাস্ক ও সাবান বিতরণ করেছে। এ সকল কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১৫:৪৫ | শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum