| বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | প্রিন্ট
বিএম. মাহবুব, মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুবায়ের আল মাহমুদ (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরের দিকে মোরেলগঞ্জ থানা কমপ্লেক্সেও অদুরে।
নিহত জুবায়ের বাগেরহাট সরকারি পিসি কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্র। সে মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের পাঁচগাও গ্রামের হোমিও চিকিৎসক বেলায়েত হোসেন তালুকদারের একমাত্র ছেলে সন্তান।
মোরেলগঞ্জ নতুন থানা ভবনের অদূরে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত জুবায়েরকে স্থানীয় আরএম হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।
থানার ওসি মো. মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ১৬:৩১ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum