| মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত বাবা-মায়ের কোলের মধ্য থেকে ১৭ দিন বয়সী এক শিশু চুরির ঘটনা দু’দিন পার হলেও শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। চুরি হয়ে যাওয়া শিশু সানজিদার দাদা মো. আলী হোসেন খান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন ।
অপরদিকে একমাত্র সন্তানকে হারিয়ে মা শান্তা আক্তার(২২) এখন পাগল প্রায়। শিশুটির বাবা সুজন খান বলেন, প্রতিবেশীদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের কারনে ১৭ দিনের শিশু সানজিদা চুরি হয়ে থাকতে পারে।
এ মামলার তদন্তকারী অফিসার থানার ওসি(তদন্ত) ঠাকুর দাশ মন্ডল মঙ্গলবার দুপুরে বলেন, ঘটনার পর থেকেই শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসংগত, রোববার দিবাগত রাত ১ টার দিকে গাবতলা গ্রামের সুজন খানের শিশুকন্যা সানজিদাকে ঘুমন্ত বাব-মায়ের কোলের মধ্য হতে তুলে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।
Posted ২২:০৫ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum