| বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ | প্রিন্ট
বিএম. মাহবুব, মোরেলগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এর চাচাতো ভাই বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার পরিবারের সুস্থতা কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. দিলদার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, যুব উন্নয়ন অফিসার রতন কুমার দাস, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, আব্দুর রহিম বাচ্চু, এইচএম মাহমুদ আলী, রিপন দাস, জাহাঙ্গীর আলম বাদশা, মোর্শেদা আক্তার, মো. আকরামুজ্জামান, মাষ্টার আবুল খায়ের, রেজাউল ইসলাম নান্না, রিপন তালুকদার, পারুল বেগমসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ। #
Posted ১৭:১২ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum