| শনিবার, ০৭ নভেম্বর ২০২০ | প্রিন্ট
বিএম. মাহবুব, মোরেলগঞ্জ প্রতিনিধি:
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে ৪৯ তম জাতীয় সমবায় দিবস।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. মো. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো.আতাউর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন। বক্তব্য রাখেন সমবায়ী নিকুঞ্জ বিহারী, মামুনুর রশিদ টিটু।
Posted ১৫:৩৭ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum