| রবিবার, ০১ নভেম্বর ২০২০ | প্রিন্ট
বিএম.মাহবুব,মোরেলগঞ্জ প্রতিনিধি :
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার প্রতিবাদে সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও বিক্ষোভ মিছিল,সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
রোবার সকাল ১০টায় মোরেলগঞ্জ বাজার কাপুরিয়া পট্টি সড়কে সর্বস্তরের রসুল (সা.) প্রেমী জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ ইমাম সমিতির সভাপতি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো. মতিউর রহমান, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট মো. তাজিনুর রহমান পলাশ, হামিম রবিউল ইসলাম। সমাবেশে বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকক্রোর পদত্যাগ ও বিচার দাবি করে ফ্রান্সের বাংলাদেশ দুতাবাস প্রত্যাহার ও ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানান।
সমাবেশ শেষে স্থানীয় ইমাম,আলেম ওলামার নেতৃত্বে সর্বস্তরের মুসলিম জনতার একটি বিক্ষোভ মিছিল পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূনরায় কাপুরিয়া পট্টি সড়কে সমবেত হয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকক্রোর কুশ পুত্তলিকা দাহ শেষে দোয়া মুনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্তি ঘোষনা করা হয়।
অপর দিকে উপজেলার পল্লীমঙ্গল বাজারে সুন্দরবন একতা ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন এ ছাড়া উপজেলার বারইখালী, পুটিখালী, হোগলাপাশাসহ বিভিন্ন এলাকায় স্থানীয় মুসলিম জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
Posted ১৫:২৬ | রবিবার, ০১ নভেম্বর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum