| রবিবার, ১৮ অক্টোবর ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে একশত হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য উপকরণ প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি।
রোববার সকাল ১০টায় সন্ন্যাসী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় অডিটরিয়ামে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশুরবুনিয়া ইউ পি সদস্য ও সিসিআরসি কমিটির সভাপতি মো. আব্দুল মালেক তালুকদার ও সন্ন্যাসী কমিটির সভাপতি মো. মোশারফ হোসেন, সিসিডিবি’র ফিল্ড অর্গানাইজার দিপু হালদার, ফাতেমা খাতুন, শুভ বৈরাগী, সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, জিটিভি প্রতিনিধি জামাল হোনোস বাপ্পা।
সিসিডিবি’র কর্ম এলাকা খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া ও সন্ন্যাসী গ্রামের একশত হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবীন তেল, ১ কেজি ডিটারজেন পাউডার, ২ টি লাইফবয় সাবান, ১ কেজি লবন, ১ কেজি পিয়াজ, ২ আলু, ১ প্যাকেট টিসু পেপার, ৪ টি মার্স্ক এর প্যাক বিতরণ করা হয়।
Posted ১৮:১৯ | রবিবার, ১৮ অক্টোবর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum