| বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | প্রিন্ট
বিএম.মাহবুব,মোরেলগঞ্জ প্রতিনিধি:
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে জাতির পিতার ভাস্কর্য নির্মাণ কজের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের হাওলাদার ।
উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম হাওলাদার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মশিউর রহমান ফকির ও ছাত্রলীগ নেতা আতিকুর রহমান শাওন। উল্লেখ্য, খাউলিয়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে এ ভাস্কর্যটি নির্মাণ করা হচ্ছে।
Posted ১৫:৪৩ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum