| মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | প্রিন্ট
খুলনা প্রতিনিধি :
এলাকার সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় লাগব করতে মটর সাইকেল কেনার জন্য জমানো টাকায় ইট কিনে দিয়ে ভাঙ্গা রাস্তা সংস্কার কওে মানুষের চলাচল উপযোগী করে দিলেন তাকওয়া ফাউন্ডেশন খুলনার সমন্ময়ক মানবীক হাফেজ মো. ওয়াহিদুজ্জান।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের বাসিন্দা হাফেজ মো. ওয়াহিদুজ্জান সম্প্রতি একই ইউনিয়নের দত্তডাঙ্গা গ্রামে যান একটি মসজিণের নির্মাণ কাজের তদারকি করতে। এ সময় তিনি দেখতে পেলেন কর্দমাক্ত ভাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই গ্রামের বেশ কয়েকজন হিন্দু মহিলা। হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে একজন মহিলা প্রায় অর্ধউলঙ্গ হয়ে যান।
এ দৃশ্যটি নজরে পড়লে ভারাক্রান্ত হয়ে পড়েন মানবীক হাফেজ মো. ওয়াহিদুজ্জান। আর তখনই সিন্ধান্ত নেন যে করেই হোক ভাঙ্গা রাস্তাটি সংস্কার করে সাধারন মানুষের চলাচল উপযোগী করতেই হবে। শুরু হলো রাস্তা সংস্কারের ভাবণা, কিন্তু কি করে করবেন, নিজের তো আর্থিক সচ্ছলতা নেই, উপায় খুজতে লাগলেন কি করা যায়। ভাবতে ভাবতে অবশেষে বের করে ফেল্লেন উপায়, নিজের মটর সাইকেল কেনার জন্য তিল তিল করে জমানো টাকা দিয়েই ইট কিনে রাস্তা সংস্কারের জন্য। আর যেই ভাবনা সেই কাজ ইট কিনে দিলেন রাস্তা সংস্কারের জন্য।
এক প্রশ্নের জবাবে হাফেজ মো. ওয়াহিদুজ্জান জানান, চলতে ফিরতে সর্বদা তিনি খেয়াল করেন কোথায় কি সমস্যা আছে, কোথায় কি অসঙ্গতি আছে এবং এ সমস্যা সমাধানের উপায় এবং অসঙ্গতি দুর করার পথ কি? কোন মান্ষু বিপদে থাকলে তাকে বিপদ মুক্ত করার পথ কি?কেউ অসুস্থ হলে তার চিকিৎসা কি ভাবে করা যায় এ সব বিষয়গুলো তার প্রধান ভাবনা হয়ে দাড়ায়।
এবং সামর্থানুযায়ী মানুষের কল্যানকর কাজ গুলো নিয়েই বেশি সময় পার করে থাকেন হাফেজ মো. ওয়াহিদুজ্জান।
হাফেজ মো. ওয়াহিদুজ্জান আরও জানান, তার নিজ এলাকা শরাফপুর ইউনিয়নের অধিকাংশ রাস্তা-ঘাটের করুন অবস্থা। বিশেষ করে কেয়াখালী গ্রামের শরাফপুরের তৈয়ব পুরের মেইন রাস্তা, দত্তডাঙ্গা, দাশপাড়ার ভিতরের রাস্তা, আসাননগর রাস্তা, সেনপাড়া গানী বাড়ীর রাস্তা, শরাফপুরের গোলদার বাড়ীর রাস্তাসহ অধিকাংশ রাস্তাগুলো বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এ রাস্তাগুলো দ্রæত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্ঠি কামনা করছেন তাকওয়া ফাউন্ডেশন খুলনার সমন্ময়ক সমাজসেবক হাফেজ মো. ওয়াহিদুজ্জান।
Posted ০৯:০৭ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum