| রবিবার, ০৪ অক্টোবর ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্দেশনায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সমন্বয়ে ৮টি বিভাগীয় টিম গঠন করা হয়েছে। বিভাগভিত্তিক সাংগঠনিক সমস্যাসম‚হ পর্যবেক্ষণের মাধ্যমে বিভাগীয় টিম তা সমাধান করবে। যার ফলে সাংগঠনিক কর্মকান্ডের গতিশীলতা আরো বৃদ্ধি পাবে। ৮টি বিভাগীয় টিমের মধ্যে রয়েছে,রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগ।
শনিবার (৩ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবনে এক বৈঠকের আলোচ্যস‚চি নিয়ে প্রেসবিফ্রিংয়ে এসব টিম অনুমোদনের তালিকা প্রকাশ করেন।
এরমধ্যে খুলনা বিভাগীয় টিমের মধ্যে সদস্য হিসেবে রয়েছেন, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাবেক ছাত্র নেতা এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন।
খুলনা বিভাগীয় টিমে রয়েছেন,
টিম সমন্বয়ক: বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম ও বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, বি. এম মোজাম্মেল হক। সদস্য হিসেবে রয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কাজী জাফর উল্লাহ, আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, আওয়ামী লীগ শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, পারভীন জামান কল্পনা, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা।
Posted ২৩:১৭ | রবিবার, ০৪ অক্টোবর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum