বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উন্নত চিকিৎসায় মাহমুদুর রহমানকে বিশেষায়িত হাসপাতালে নিতে আদালতের নির্দেশ

  |   বুধবার, ১৬ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

চার্জগঠনের শুনানি ২৮ এপ্রিল

Mahmudur-Rahman 16.4.14

স্টাফ রিপোর্টার : গুরুতর অসুস্থ দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বিশেষায়িত হাসপাতালে চিকিত্সার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিশেষ জজ আদালত। মাহমুদুর রহমানের আবেদনের প্রেক্ষিতে গতকাল বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায় এ নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার চার্জশিট গঠনের শুনানির জন্য গতকাল মাহমুদুর রহমানকে আদালতে হাজির করা হলে আইনজীবীরা তার শারীরিক অবস্থার কথা তুলে ধরে তার উন্নত চিকিত্সার জন্য আবেদন করেন।

মাহমুদুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে কারাগারে থাকা মাহমুদুর রহমান অসুস্থ হয়ে পড়েছেন। দুজন বিশেষজ্ঞ চিকিত্সক তাকে পরীক্ষা করে বিশেষায়িত হাসপাতালে চিকিত্সার জন্য সুপারিশ করলে কারা কর্তৃপক্ষ চিকিত্সার ব্যবস্থা করেনি। এমন অবস্থায় মাহমুদুর রহমানের পক্ষ থেকে চিকিত্সার জন্য আদালতে আবেদন করা হয়। বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায় আবেদনটি গ্রহণ করে কারা কর্তৃপক্ষকে কারা হাসপাতাল ব্যতীত অন্য যে কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিত্সার ব্যবস্থা করার নির্দেশ দেন।

আইনজীবীরা জানান, আদালতে করা আবেদন মাহমুদুর রহমান তার শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে বলেন, কাশিমপুর-২ কারাগারে বন্দি অবস্থায় তিনি অস্টিও-আর্থারাইটিস, রক্ত চাপের ওঠা-নামাসহ অন্যান্য রোগে ভুগছেন। গত এক মাসেরও অধিককাল ধরে তার ডান কাঁধ এবং হাতে সার্বক্ষণিক তীব্র ব্যথাসহ তিনি ফ্রোজেন শোলডার ও মেরুদণ্ডের হাড়-ক্ষয় রোগে আক্রান্ত। দুই সপ্তাহ আগে জেল প্রশাসনের অনুরোধে গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদুর রহমানকে পরীক্ষার জন্য অর্থোপেডিক্স ও হৃদরোগের দুজন অধ্যাপককে কাশিমপুর জেলে প্রেরণ করেন। রোগের অবস্থা পরীক্ষা করে তারা গত ২ এপ্রিল জরুরি ভিত্তিতে মাহমুদুর রহমানকে অধিকতর পরীক্ষা ও উন্নত চিকিত্সার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পাঠানোর নির্দেশনা দেন। কিন্তু অদ্যবধি জেল কর্তৃপক্ষ চিকিত্সার কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

এদিকে দিন দিন রোগীর অবস্থার অবনতি ঘটছে। ব্যথার তীব্রতায় তিনি ঘুমাতে পারছেন না, রক্ত চাপের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। চিকিত্সার এই বিলম্বের কারণে তার অবস্থা আরও সঙ্কটাপন্ন হয়ে ওঠার আশঙ্কা বাড়ছে বলেও মাহমুদুর রহমানের আদালতে করা ওই আবেদনে উল্লেখ করা হয়। এমন অবস্থায় আদালতকে মাহমুদুর রহমানের দ্রুত ও যথাযথ চিকিত্সার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক বিএসএমএমইউতে প্রেরণের জন্য আবেদন জানানো হয়।

ওই আবেদনের প্রেক্ষিতেই গতকাল বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায় মাহমুদুর রহমানকে বিশেষায়িত হাসপাতালে বিশেষজ্ঞ চিকিত্সকের অধীনে উন্নত চিকিত্সার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।  দুদকের মামলায় চার্জ গঠনের পরবর্তী শুনানি ২৮ এপ্রিল  দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার চার্জশিট গঠনের শুনানির জন্য মাহমুদুর রহমানকে গতকাল সকালে আদালতে হাজির করা হয়।

এ সময় আইনজীবীরা মাহমুদুর রহমানের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তার জরুরি ভিত্তিতে উন্নত চিকিত্সার আদেশ দেয়ার জন্য আবেদন করেন। এ মামলা আগামী ২৮ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন। আদালতে এ সময় মাহমুদুর রহমানের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালেহ উদ্দিন, তাজুল ইসলাম, খোরশেদ আলম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। আমার দেশ পরিবারের পক্ষ থেকে নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, সিটি এডিটর ও বিএফইউজের নবনির্বাচিত সহ-সভাপতি এম আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৯ | বুধবার, ১৬ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com