| শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি আলীম মাদরাসায় বিভিন্ন পদে কর্মচারী নিয়োগে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম- দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মাদরাসার স্থায়ী দাতা সদস্য।
জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দায়েরকৃত লিখিত অভিযোগে সূত্রে জানা যায়, উপজেলার সোনাখালী পি,কে মোহসিনিয়া সিনিয়র (আলিম) মাদরাসায় বিভিন্ন পদে কর্মচারী নিয়োগ প্রক্রিয়া চলছে। কিন্তু ওই মাদরাসার বহুল আলোচিত অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন ও মাদরাসার সভাপতি মিলে সিন্ডিকেট করে বিভিন্ন জনকে চাকরি দেয়ার নামে অর্থ আদায় করছেন। এমনকি একই পদের জন্য একাধিক জনের কাছ থেকেও টাকা আদায় করছেন। মাদরাসার অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন কমিটির সদস্যদেরকে কিছু না জানিয়ে নিয়োগ (স্বাক্ষাতকার) বোর্ড গঠন করে গোপনে নিয়োগ দেয়ার পায়তারা করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে এমন ব্যাক্তিও স্বাক্ষাতকার বোর্ডের সদস্য রয়েছেন যার নিজ ছেলেও একজন প্রার্থী।
এমত অবস্থায় অনিয়মতান্ত্রিকভাবে গঠিত স্বাক্ষাতকার বোর্ড বাতিল করে নতুন করে বৈধভাবে স্বাক্ষাতকার বোর্ড গঠন করে সচ্ছতার ভিত্তিতে স্বাক্ষাতকার গ্রহন করে নিয়োগ দানের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখত অভিযোগ করেছেন মাদরাসা পরিচালনা কমিটির স্থায়ী দাতা সদস্য মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম শিকদার। এ বিষয় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য বলে দাবি করেন।
Posted ১৬:১৪ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum