| মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
বলিউডের পর্ণোস্টার সানি লিওন অভিনীত রাগিনী এমএমএস-টুকে ‘ভারতীয় সংস্কৃতি, মর্যাদা ও হিন্দু দেবদেবীদের ওপর আঘাত’ বলে ছবিটিকে নিষিদ্ধ করার দাবি তুলেই ক্ষান্ত হল না। ভারত থেকে ওই বিদেশি অভিনেত্রীকে বের করে দেওয়ার দাবিও জানিয়েছে হিন্দু জনজাগ্রুতি সমিতি।
মঙ্গলবার কেন্দ্রীয় ফিল্ম সার্টিফিকেশন বোর্ডকে তারা এই দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে। সমিতির অভিযোগ বোর্ডের বিরুদ্ধেও। তাদের বক্তব্য, ছবিটি শুরু হচ্ছে শ্রী হনুমান চালিসা-র মন্ত্রোচ্চারণ দিয়ে হিন্দুদের কাছে যা অত্যন্ত পবিত্র। শ্রী হনুমান চালিসাকে ছবিতে ব্যবহারের ফলে সামাজিক ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে। এজন্য বোর্ডই দায়ী।
বলিউড অভিনেত্রী লিওনকে ‘কুখ্যাত পর্নোনায়িকা’ তকমা দেওয়া হয়েছে সমিতির স্মারকলিপিতে।
এতে বলা হয়, সানি লিওন ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। কিন্তু সেই ছবিতে হিন্দুদের কাছে পরম শ্রদ্ধার দেবতা, আদর্শ চরিত্রের অধিকারী শ্রী হনুমানকে ব্যবহার করে হিন্দুদের ভাবাবেগকে অপমান করা হয়েছে।
তাই দাবি, রাগিনী এমএমএস-২ কে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আর যে সানি লিওন আজকের যুব প্রজন্মকে বিকৃত বাসনার রাস্তায় ঠেলে দিচ্ছেন, তাঁকেও তাড়াতে হবে ভারত থেকে।
সমিতির বক্তব্য, বর্তমানে সমাজে নীতিবোধ এমনিতেই তলানিতে ঠেকেছে। ধর্ষণ, মহিলাদের ওপর অত্যাচার, যৌন নিগ্রহ প্রতিদিন বাড়ছে। এই পরিস্থিতিতে এটা খুব দুর্ভাগ্যের যে, এমন ধরনের ছবি বানানো হচ্ছে যা বিকৃতকাম, কুরুচিকর দৃশ্যের মাধ্যমে সমাজকে রসাতলে নিয়ে যাচ্ছে।
সমিতি হুঁশিয়ারি দিয়ে জানায়, ছবিটি তাদের দাবিমতো নিষিদ্ধ না হলে যে সব প্রেক্ষাগৃহে সেটি দেখানো হবে, তার বাইরে তারা বিক্ষোভ দেখাবে। তারা প্রেক্ষাগৃহ-মালিকদের এ বিষয়ে ‘শিক্ষিত করছে’ বলেও জানিয়েছে সমিতি।
Posted ১১:১৩ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin