| মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
১৫ এপ্রিল: ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক মিল্কি হত্যা মামলায় ১২ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেছে র্যাব। মঙ্গলবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূঁইয়ার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর সহকারী পরিচালক কাজেমুর রশিদ এই চার্জশিট দাখিল করেন।
মামলায় জাহিদ সিদ্দিকী ওরফে তারেক প্রকাশকে আসামি করা হয়েছে। চার্জশিটভুক্ত ১২ আসামির মধ্যে ৯ জন আটক এবং বাকি ৩ জন পলাতক রয়েছেন।
প্রসঙ্গত, গত বছর ২৯ জুলাই গভীর রাতে রাজধানীর গুলশান থানাধীন ১২৩ নম্বর রোডে ৪৩/বি এর শপার্স ওয়ার্ল্ডের সামনে যুবলীগের ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার ১নং সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন খান মিলকী গুলিতে নিহত হন।
Posted ১১:২২ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin