| রবিবার, ২৬ জুলাই ২০২০ | প্রিন্ট
খুলনা প্রতিনিধি:
খুলনা ও তার পার্শবর্তী এলাকায় করোনাক্রান্ত হয়ে মৃতদের লাশের গোসল ও কাফন- দাফনে বিশেষ ভূমিকা পালন করে চলেছে হাফেজ মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বাধীন তাকওয়া ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ।
খুলনা জেলার ডুমুরিয়া থানার রানাই গ্রামের মো. ফুলবক্স সরদার করোনাক্রান্ত হয়ে খুলনা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন। শনিবার রাত ১২ টার দিকে তিনি বাড়িতে বসেই ইন্তেকাল করেন। রোববার সকালে ফুলবক্স সরদার পরিবারের লোকজন যোগাযোগ করেন তাকওয়া ফাউন্ডেশন এর সমন্ময়কারী হাফেজ মো. ওয়াহিদুজ্জামানের সঙ্গে। সংবাদ পেয়ে তাৎক্ষনিক তাকওয়া ফাউন্ডেশন এর সদস্যদের প্রস্তুত করে তাদেরকে নিয়ে লাশ দাফনের উদ্যেশ্যে ডুমুরিয়ার রানাই গ্রামে রওয়ানা হয়ে যান সমন্ময়কারী হাফেজ মো. ওয়াহিদুজ্জামান ।
পতিমধ্যে আরও একটি লাশ দাফনের জন্য সমন্ময়কারী হাফেজ মো. ওয়াহিদুজ্জামানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় যশোর জেলার কেশবপুর থেকে।
তাকওয়া ফাউন্ডেশন এর দাফন টিম ডুমুরিয়ার রানাই গ্রামের ফুলবক্স সরদারের বাড়িতে পৌছে দ্রæত লাশের গোসল সম্পন্ন করে সকাল ১০ টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন শেষে করা হয়।
এসময় উপস্হিত ছিলেন তাকওয়া’র সমন্ময়কারী হাফেজ মো. ওয়াহিদুজ্জামান, তার টিমের সদস্য মুফতী ফয়জুল করীম, মাও. শরীফুল ইসলাম, মাও. ইলিয়াস হোসাইন, মাও. আল আমিন, মৌলভী আব্দুল হাই, মো. ইমাম হাসান, মো. ওয়াক্কাস আলী,
স্থানীয়দের মধ্যে ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, আওয়ামী লীগ নেতা হেফজুর রহমানসহ প্রশাসনের লোকজন।
ডুমুরিয়ার রানাই গ্রামের ফুলবক্স সরদারের লাশ দাফনের কাজ শেষ করেই সেখান থেকে সাথে সাথে তারা ছুটে যান যশোর জেলার কেশবপুর থানার সন্যের গাছা গ্রামের বেলাল হোসেনের বাড়িতে।
আজ রোববার ভোর ৫ টায় খুলনার করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান করোনাক্রান্ত বেলাল হোসেন (৪২)।
তাকওয়া ফাউন্ডেশনের টীম তার বাড়িতে পৌছে লাশের গোসল করিয়ে কাফন পড়িয়ে বেলা সাড়ে ১২ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন।
জানাজা ও দাফনকালে তাকওয়া ফাউন্ডেশন এর সমন্ময়কারী হাফেজ মো. ওয়াহিদুজ্জামান ও তার টিমের সদস্যবৃন্দসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
Posted ২২:১১ | রবিবার, ২৬ জুলাই ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum