| বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মোরেলগঞ্জ থানা চত্বরের পুকুরে মাছ অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু।
‘মাছ উৎপাদন বৃদ্ধি করি,সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, সহকারী কমিশনার(ভ‚মি) রঞ্জন চন্দ্র দে, থানা অফিসার ইন-চার্জ কেএম আজিজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, সিনিয়র উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ইয়াকিন আলী প্রমুখ। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির বাস্তবায়নের ২১ জুলাই সপ্তাহ ব্যাপি এর কার্যক্রম শুরু হয়েছে। চলবে ২৭ জুলাই পর্যন্ত।
Posted ১৮:৩৬ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum