| রবিবার, ১৯ জুলাই ২০২০ | প্রিন্ট
খুলনা প্রতিনিধি:
করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত বাগেরহাটের শাহীন শেখের লাশের দাফন করলো খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুরের তাকওয়া ফাউন্ডেশনের সমন্ময়কারী হাফেজ মো: ওয়াহিদুজ্জামানের টিম।
শুক্রবার সকাল ১০টার দিকে যশোর সি এম এম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান করোনায় আক্রান্ত বাগেরহাটের খানপুরের মো. শাহীন শেখ।মৃত শাহীন শেখের লাশ দাফন কাফন করার জন্য তার স্বজনরা বেলা সাড়ে ১২টার দিকে যোগাযগ করেন খুলনার তাকওয়া ফাউন্ডেশনের সমন্ময়কারী হাফেজ মো. ওয়াহিদুজ্জামানের সঙ্গে।
তাকওয়া ফাউন্ডেশনের সমন্ময়কারী হাফেজ মো. ওয়াহিদুজ্জামান খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর থেকে তার টিম নিয়ে তাৎক্ষনিক বাগেরহাটের খানপুরে করোনায় আক্রান্ত মৃত শাহীন শেখের বাড়িতে পৌছে যান। সেখানে পৌছে লাশের গোসল এবং কাফন শেষ করে বাদআসর জানাজা শেষে পারিবারিক কবরস্হানে লাশের দাফন কার্য সম্পন্ন করেন।
এসময় তাকওয়া ফাউন্ডেশনের সমন্ময়কারী হাফেজ মো. ওয়াহিদুজ্জামানের সঙ্গে আরও উপস্হিত ছিলেন তার টীমের সদস্য মুফতী মো. ফয়জুল করীম, মাও: মো.শরীফুল ইসলাম, মাও: মো.আল-আমিন, মো. আব্দুস সোবহান খাঁন, মৌলভী আব্দুল হাই, মো. ইমাম হোসাইন, মো. জাহিদুল ইসলাম, মো. ওয়াক্কাস আলী প্রমুখ।
এক প্রশ্নের জবাবে হাফেজ মো. ওয়াহিদুজ্জামান জানান, অমরা যখন করোনায় মৃতদের দাফনে দায়িত্ব পালনের জন্য এই টিম গঠন করেছিলাম তখনই আমরা গনমাধ্যমে সামনে বলেছিলাম শুধু খুলনায় নয় তার আশ-পাশের জেলাতেও আমরা এ দায়িত্ব পালন করবো।
আলহামদুলিল্লাহ্, গত বুধবার গোপালগঞ্জের প্রত্যন্ত অঞ্চল কাশিয়ানির রাজপাট গ্রামে এবং আজ আমরা বাগেরহাট জেলার খানপুরে গিয়ে লশের গোসল এবং কাফন-দাফন সম্পন্ন করলাম। এভাবে যেখান থেকে খবর আসবে আমরা স্বদা প্রস্তুত সেখানে গিয়ে লাশের দাফন-কাপন সম্পন্ন করবো। ইনশাআল্লাহ।
Posted ১২:০৩ | রবিবার, ১৯ জুলাই ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum