| সোমবার, ১১ মে ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে পবিত্র মাহে রমজানে করোনায় কর্মবিমুখ অসহায়, দুস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে সাবেক এমপি মরহুম ড. মিয়া আব্বাস উদ্দিন প্রতিষ্ঠিত মিয়া ফাউন্ডেশন।
সোমরার দুপুরে মোরেলগঞ্জ সদর রওশন আরা মহিলা ডিগ্রি কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মো. আমিরুল আলম আলম মিলন।
মিয়া ফাউন্ডেশন সদস্য সচিব রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ এর সার্বিক ব্যবস্থাপনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য এসএম কলেজের প্রাক্তন অধ্যাপক মো. আবদুল আউয়াল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যাপক এবিএম মনিরুজ্জামান মোল্লা, প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপিকা সাজেদা সুলতানা, রওশন আরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষœ কান্ত হালদার, সাবেক প্রধান শিক্ষক মো. আ. মালেক, মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল। রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রি কজেলের শিক্ষক-শিক্ষিকা প্রমূখ। বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি মরহুম ড. মিয়া আব্বাস উদ্দিন প্রতিষ্ঠিত মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ২ কেজি পিয়াজ এ পাঁচ প্রকার খাদ্য সামগ্রী মিলিয়ে একটি ”ফুড প্যাক”প্রদান করা হয়।
এর আগে নবাগত সংসদ সদস্য এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে তাকে শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ মো.জাহাঙ্গীর আল আজাদ ও শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
Posted ১৭:৫৫ | সোমবার, ১১ মে ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum