| সোমবার, ০৪ মে ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে জমা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় এক গৃহিনীর আঙ্গলু বিচ্ছিন্ন হয়ে যাওয়াসহ উভয় পক্ষে আহত হয়েছে অন্তত ৯ জন ।
ঘটনাটি ঘটে সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের হরতকীতলা গ্রামে। গুরুতর আহত গৃহিনী ফিরোজা বেগমকে (৫৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অপর আহতরা হলেন ফিরোজার স্বামী ফজলুর রহমান নান্নু (৬৫), ছেলে হাসান (৩০), মিজান (৩২) ও প্রতিপক্ষের নাছির হাওলাদার(৩৫), পান্না(৩২), ইয়াছমিন বেগম(২৫), রাহিলা বেগম(৩৮) ও চুন্নু হাওলাদারকে (৪৫) মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ফজলুর রহমান নান্নু জানান, প্রতিবেশী নাছির গংদের সাথে জমা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ঘটনার সময় প্রতিপক্ষের লোকেরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা করে। এতে তার স্ত্রী ফিরোজা বেগমের ডান হাতের একটি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি নিজেসহ ৪/৫জন আহত হয়েছেন। অপরদিকে প্রতিপক্ষেরও ৪/৫জন আহত হয়েছে বলে জানাগেছে।
এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, মারপিটের খবর শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ১৬:৪২ | সোমবার, ০৪ মে ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum