| শনিবার, ০২ মে ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিজ ইউনিয়নের দ’ুটি গ্রামে মহামারি করোনা ভাইরাসে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চিন্ময় হালদার টিটু।
শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের ভাষান্দল ও হোগলপাতি গ্রামের ৩০ পরিবারের দ্বারে দ্বারে গিয়ে এ খাদ্য সামগ্রী পৌছে দেন ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা। এ সময় তার সঙ্গে ছিলেন ওই এলাকার ওয়ার্ড মেম্বার মো. জামাল তালুকদার, শিক্ষক নির্মল চন্দ্র হালদার প্রমূখ।
ছাত্রলীগ নেতা চিন্ময় হালদার জানান, কর্মহীন অসহায় পরিবার গুলোর অবস্থা চিন্তা করে নিজের টিউশনির রোজগার থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ৩০ পরিবারের মঝে খাদ্য সহায়তা প্রদান করতে পেরে সামান্ন হলেও মানবীক দায়িত্ব পালনের চেষ্ঠা করেছি।
Posted ১৭:৪১ | শনিবার, ০২ মে ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum