| বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ | প্রিন্ট
মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম :
নির্বাচনী প্রচারণায় নিজ আসনের প্রত্যন্ত অঞ্চলে জনতার ভালবাসায় প্রতিনিয়ত শিক্ত হচ্ছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন। জোড়ালো প্রতিদ্বন্দ্বি না থাকলেও দলীয় নেতা-কর্মীদের চাঙ্গা করে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতির হার বাড়াতে তিনি মাঠ চষে বেড়াচ্ছেন। তার এ তৎপড়তার কারনেই গোটা এলাকায় তৈরী হয়েছে নির্বাচনী আমেজ। শান্তিপূর্ন সহঅবস্থানের বাসযোগ্য পরিবেশ গঠনে সন্ত্রাস, মাস্তান, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকবাজদেও বিরুদ্ধে তার শক্ত অবস্থান ঘোষনায় সাধারণ ভোটারদের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক উচ্ছাস। সর্বত্রই বিরাজ করছে উৎসব মূখর পরিবেশ।
মোরেলগঞ্জ-শরণখোলার ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বাগেরহাট- ৪ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে আসনটি শূণ্য হলে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১মার্চ।
এ আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে আওয়ামী লীগ থেকে এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন, বিএনপি থেকে কাজী খায়রুজ্জামান শিপন ও জাতীয় পার্টি (জাপা) থেকে সাজন কুমার মিস্ত্রী মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই-বাছাইয়ে ঋণখেলাপী ও পৌরকর পরিশোধ না করায় বিএনপি ও জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। পরবর্তীতে আপিল করে জাপা প্রার্থী সাজন কুমার মিস্ত্রী প্রার্থীতা ফিরে পেলেও সাধারণ ভোটারতো দুরে থাক জাপা দলীয় নেতা-কর্মীদের কাছেও তিনি সম্পূর্ণ অপরিচিত। উপজেলা সদরে কিছু পোষ্টার ঝুলতে দেখা গেলেও মাঠে নেই তার কোন তৎপরতা। ফলে আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলনের সঙ্গে নির্বাচনী লড়াইয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বি না থাকলেও দলীয় নেতা-কর্মীদের চাঙ্গা করে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতির হার বাড়িয়ে তিনি জনতার ভোটে নির্বাচীত হবার স্বপ্ন নিয়ে প্রতিদিন জেলা-উপজেলা নেতাদের নিয়ে ছুটে চলছেন মোরেলগঞ্জ-শরণখোলার প্রত্যন্ত জনপদে। ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন ।
ছাত্র রাজনীতি থেকে উঠে আসা জাতীয় নেতা এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন একজন কর্মীবান্দব, জনদরদী, সৎ, ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হবার সুবাদে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের কাছে রয়েছে তার একটি আলাদা গ্রহনযোগ্যতা। এ গ্রহনযোগ্যতাকে কাজে লাগিয়ে তিনি কেন্দ্রবিমুখ ভোটারদেরকে ভোটকেন্দ্রমুখি করতে প্রতিনিয়ত ব্যস্ত সময় পার করছেন। ফলে উপ-নির্বাচনকে ঘিড়ে এ আসনে সর্বত্র সৃষ্টি হয়েছে উৎসবমূখর পরিবেশ।
তিনি যে এলাকায়ই যাচ্ছেন সেখানেই জনতার স্বতঃস্ফুর্ততা লক্ষ করা যাচ্ছে। ওইসব এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভাগুলো দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনতার অংশগ্রহনে পরিনত হচ্ছে জনতার মিলন মেলায়। দীর্ঘদিন ধরে দলের অবহেলিত তৃণমূল নেতা-কর্মী ও শান্তিপ্রিয় জনতা তাদের প্রানের মানুষ এ্যাডভোকেট আমিরুল আলম মিলনকে কাছে পেয়ে ফুলে ফুলে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসায় শিক্ত করছেন তাদের প্রিয় নেতাকে। মিছিলে মিছিলে জনতার ঢলে পথসভাগুলো কানায় কানায় পরিপূর্ণ হওয়ায় পরিনত হচ্ছে জনতার মিলন মেলায়। ছাত্র, যুবক ও মেহনতী জনতা তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে হাতে হাতে মিলিয়ে করোমর্ধন ও বুকে বুকে মিলিয়ে উচ্ছাস প্রকাশ করছেন।
তার নির্বাচনী প্রচার-প্রচারণার লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যয়ে নির্বাচন পরিচালনা কমিটি ও কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। ভোটার উপস্থিতির হার বাড়াতে পুরুষ-মহিলার একাধিক টিম গঠন করে চালানো হচ্ছে প্রচার-প্রচারণা। ২টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের পথে-ঘাটে, হাটে-বাজারে শোভা পাচ্ছে এ্যাডভোকেট আমিরুল আলম মিলনের নৌকা প্রতীকের সাদা,কালো পোষ্টার ও ব্যানার।
প্রতিদিনের নির্বাচনী পথসভায় এ্যাড. মিলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকায় ভোট দানের জন্য আহবান জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দলনেত্রী শেখ হাসিনা আমাকে উন্নয়নের প্রতীক বঙ্গবন্ধুর নৌকা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন আপনাদের কামলা হিসেবে। আগামী ২১ মার্চ একটি দিন আমাকে দিন, আমি আমার সারা জীবন আপনাদের কামলা হয়ে আপনাদেরই পাশে থাকবো। তিনি আগামী দিনে সন্ত্রাস, মাস্তান, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকমুক্ত শান্তিপূর্ন সহঅবস্থানে বসবাসযোগ্য মোরেলগঞ্জ-শরণখোলা গঠনের লক্ষে ২১ মার্চ ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে নৌকায় ভোট দানের আহবান জানান।
Posted ১২:০৬ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum