| শুক্রবার, ০৬ মার্চ ২০২০ | প্রিন্ট
রাজধানীর বাজারে পেঁয়াজ-রসুনের ঝাঁজ কিছুটা কমলেও বেড়েছে প্রায় সকল ধরনের সবজি ও মাছ, মাংসের দাম।
কেজিতে ৫ থেকে ১০ টাকা করে বেড়েছে সবজির দাম। গত সপ্তাহের তুলনায় মাছ-মাংসের দামও বাড়তি।
রাজধানীর যাত্রাবাড়ী, শনিরআখড়া, রায়েরবাজার, কাজলা, দনিয়া বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২০ টাকা। ভারত রপ্তানি বন্ধের আদেশ তুলে নেয়ায় দেশের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা, চায়না মোটা পেঁয়াজ ৬০, রসুন দেশি ১০০, চায়না ১৬০, আদা ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে। কিছুটা কমেছে ডিমের দাম। ৫ থেকে ১০ টাকা কমে লাল ডিম ডজন ৯০ থেকে ৯৫ টাকা, দেশি ১৬০ টাকা, হাঁস ১৩০ থেকে ১৪০।
গত এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর অধিকাংশ বাজারে সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। বেগুনের দাম গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকা, ঢেঁড়স ১০ টাকা বেড়ে ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধুন্দল ৮০, গাজর ৪০ টাকা, বরবটি ৮০ টাকা, শিম ৬০ টাকা, করলা ১২০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা;
ফুলকপি ৪০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, কচুর লতি ৬০ টাকা, আলু ২০ টাকা, লাউ ৪০ থেকে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা ফালি, মুলা ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা। টমেটো কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা, খিরা ৩০ টাকা, শসা ৪০। লাল শাক ১৫ টাকা আঁটি, কুমড়া শাক ২০ টাকা, কলা হালি ৪০ টাকা, লাউ শাক ২৫ টাকা, কলমি শাক ১০ টাকা আঁটি এবং কচু শাক ১০ টাকা দরে বিক্রি হচ্ছে।
দাম বাড়ার বিষয়ে বিক্রেতা মোশাররফ হোসেন বলেন, ‘বাজারে সবজির আমদানি থাকলে দাম কমে আর আমদানি কম থাকলে দাম তো বাড়বেই। বাজারে সবজির সরবরাহ কম। বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গেছে। অনেকে ক্ষেত থেকে সবজি তুলতে পারেননি। এজন্য সবজির দাম বেড়েছে।’
শারমিন আক্তার নামে এক ক্রেতা বলেন, ‘শীতকালে সবজির দাম কম থাকে। কিন্তু এখনো সবজির দাম চড়া। এভাবে সবকিছুর দাম যদি বাড়তে থাকে তাহলে আমরা সাধারণ মানুষ কেমন করে টিকে থাকব। আস্তে আস্তে তো সব কিছু খাওয়া বাদ দিতে হবে।’
এদিকে মাছের বাজার ঘুরে দেখে গেছে সব ধরনের মাছের দামই বেড়েছে।
এছাড়া দাম বেড়ে ব্রয়লার মুরগি প্রতি হচ্ছে ১২৫ টাকা যা গত সপ্তাহে ছিল ১২০ টাকা। পাকিস্তানি ২২০ টাকা ও দেশি মুরগি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৬০ টাকা, খাসির মাংস প্রতিকেজি ৭০০-৭৬০ টাকায়।
Posted ১২:৩৭ | শুক্রবার, ০৬ মার্চ ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain