| বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ প্রতিনিধি :
নতুন প্রজন্মকে সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি দমন কমিশন ‘দুদক’ এর সহযোগিতায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদর লতিফিয়া ফাজিল মাদরাসায় “সততা স্টোর” স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মো. আবদুল খালেক তালুকদারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম।
স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ ড.মো. রুহুল আমীন খান। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি মাষ্টার মো. সাইয়েদুর রহমান, সাবেক সভাপতি শেখ আ. আজিজ, পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মো. আবদুল জব্বার, মো. শাহ-জাহান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান অন্যান্য অতিথিদের নিয়ে স্থাপিত সততা স্টোরের প্রবেশ দ্বারের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
Posted ২১:২৬ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum