| বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বগেহাটের মোরেলগঞ্জ পৌর সদরের শিশু শিক্ষার অনন্য প্রতিষ্ঠান এস.এ ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমির ৩ দিন ব্যাপি বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
মোরেলগঞ্জ পৌর সভার মেয়র ও একাডেমির সভাপতি এ্যাডভোকেট মো. মনিরুল হক তালুকদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, থানা অফিসার ইনচার্জ কে.এম আজিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাসুদা আক্তার মুক্তা।
একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মো. রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালনা পরিষদ সদস্য মাওলানা মো. শরফ উদ্দিন বাশার, অধ্যাপক মো. নজরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বার্ষিক বনভোজন।
Posted ২০:০৯ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum