| মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম :
বাগেহাটের মোরেলগঞ্জে নাজমুল হাসান রানা (৪০) নামের এক ইউপি সদস্যের দু’ চোখ তুলে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বারইখালী ইউনিয়নের শেখপাড়া বাজার এলাকায়। গুরুতর আহত ওই ইউপি সদস্যকে তার স্বজনরা উদ্ধার করে ওই রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
উপজেলার বারইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের নূর আলী হাওলাদারের ছেলে নাজমুল হাসান রানা ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা। ঘটনার রাতে বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সঙ্গে দেখা করে বাড়িতে ফিরছিলেন ইউপি সদস্য রানা। রাত ১টার দিকে তার বাড়ির কাছাকাছি শেখপাড়া বাজার এলাকায় পৌছলে পূর্ব পরিকল্পিতিভাবে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর ওপর সন্ত্রাসী হামলা চালায় । হামলাকারী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে রানার দু’ চোখ তুলে ফেলে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি রানার পরিবারের লোকজন।
মোরেলগঞ্জ থানা অফিসার-ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, রানার ওপর হামলার ঘটনার পর পরই পুলিশের একাধিক টিম হামলাকারীদের আটকে অভিযান শুরু করেছে ।
Posted ১১:৩৪ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum