| সোমবার, ১৬ জুন ২০০৮ | প্রিন্ট
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলার বরুড়া থানার কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র শিবির নেতা মোহাম্মদ মাজহারুল ইসলাম ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে।
বিবরণে জানা যায় গত ১৪ জুন মোহাম্মদ মাজহারুল ইসলাম ভূঁইয়া বিকালে কুমিল্লা ভিক্টরিয়া কলেজে একটি বিক্ষোভ মিছিল থেকে বাসায় যাওয়ার পথে কুমিল্লা টাউন হল মাঠে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আট থেকে দশজন এলোপাতাড়িভাবে হামলা শুরু করে।
হামলায় গুরুতর অসুস্ততার খবর শুনা যায়। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বিকেল ৪:৩০ মিনিটে মিছিল শেষে বাড়ি যাওয়ার পথে কুমিল্লা টাউন হল মাঠে সন্ত্রাসীরা আঘাত করতে থাকে। সেখানে তাকে সরকারদলীয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তার শরীরের বিভিন্ন অংশ আঘাত করে এক পর্যায়ে তিনি আহত হলে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা জয়বাংলা, জয় বঙ্গবন্ধ স্লোগান দিয়ে পালিয়ে যায়।
শেষ পর্যন্ত এ ব্যাপারে কুমিল্লা জেলা কোন মামলা দায়ের করা হয়নি এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
জেলা জামায়াতের নিন্দা:
কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতের আমীর আবদুস সাওার ও কুমিল্লা শহর শাখার ছাত্রশিবির সভাপতি আতাউর রাহমান সরকার এবং সেকেটারী মোঃ মহিন উদ্দিন মজুমদার বলেন, মোহাম্মদ মাজহারুল ইসলামের ভূঁইয়ার উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচার ও শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহব্বান করছি। পাশাপাশি নেতৃবৃন্দ উনার সুস্থ কামনা করেন।
Posted ০৬:৩৯ | সোমবার, ১৬ জুন ২০০৮
Swadhindesh -স্বাধীনদেশ | Mahbub