| মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম :
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন দলীয় মনোনয়ন পাওয়ায় তাকে স্বাগত জানাতে মোরেলগঞ্জ-বাগেরহাট সড়কে ও মোরেলগঞ্জ শহরের রাস্তায় হাজার-হাজার জনতার ঢল নামে।
সোমবার বিকেলে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে রাত ৮টায় বাগেরহাট পীর খানজাহান আলী (র.) এর মাজার গেটে পৌছলে মোরেলগঞ্জ-শরণখোলা ও বাগেরহাট শহরের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ হাজার-হাজার জনতা তাকে স্বাগত জানান। মাজার জিয়ারত শেষে মাজার প্রাঙ্গন ও শহরের বাসষ্টান্ড মোড়ে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এ সময় জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট-২ আসনের সাবেক এমপি এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, জেলা তাতী লীগের সভাপতি এ বাকী তালুকদার, ভুইয়া হেমায়েত উদ্দিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী এ্যাড. শরীফা খানমসহ দলীয় নেতাকর্মীরা ।
এরপর মোরেলগঞ্জ-শরণখোলার দলীয় নেতা-কর্মীসহ নৌকা ও মিলন সমর্থক জনগণ তাকে নিয়ে মাইক্রোবাস, পিক-আপ ও মটরসাইকেল শোভাযাত্রা সহকারে বিশাল শোডাউন করে বাগেরহাট থেকে মোরেলগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। হাজার হাজার জনগণের মটর শোভাযাত্রায় বেষ্টিত হয়ে পথিমধ্যে সাইনবোর্ড, পিংগারিয়া, দৈবজ্ঞহাটী বাজার, হাসেম খাঁর হাট,পোলেরহাট নব্বইরসী , আমতলা বাজার, কালিকাবাড়ি বাজার, ফেরিঘাটসহ বিভিন্ন এলাকায় অপেক্ষমান দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতা তাকে স্বাগত জানান।
রাত ৯টার পরে মোরেলগঞ্জ পৌর সদরের নব্বইরসী বাস ষ্টান্ডে পৌছলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ নৌকা ও মিলন সমর্থক হাজার হাজার জনতা তাকে স্বাগত জানিয়ে ফুলের মালা দিয়ে বরণ শেষে বালির রাস্তায় স্থাপিত মঞ্চে গণসংবর্ধনা প্রদান ও শুকরিয়া সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম.এমদাদুল হকের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. হারুন-অর রশীদের পরিচালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও সাবেক অতিরিক্ত আইজিপি আবদুর রহিম খান, কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সম্পাদক মিজানুর রহমান জনি, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার, শরণখোলা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আজমল হোসেন মুক্তা, প্রমূখ।
গণসংবর্ধনার জবাবে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন তাকে মনোনয়ন দেয়ায় দলীয় সভানেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ জনতার উদ্দেশ্যে বলেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে ঐক্যবদ্ধ ভাবে সবাই মিলে আগামী ২১ মার্চে নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিত করে নৌকাকে বিপুল ভোটে বিজয় করতে হবে। দলের নেতা-কর্মীদের সতর্ক করে তিনি আরো বলেন, মোরেলগঞ্জ-শরণখোলার মাটি ও মানুষের সাথে আমার রয়েছে হ্নদয়ের সম্পর্ক আমি সবাইকে চিনি ও যানি, অতএব যারা ভালো কাজ করতে অভ্যস্থ নন, তারা আজ থেকে আমাকে অপছন্দ করতে শিখুন। আমার পরিচয়ে যদি কেউ কোন প্রকার অন্যায়-উচ্ছৃঙ্খলতা করেন, তাহলে পেছনে তাকিয়ে আমাকে নয়, পুলিশকে দেখতে পাবেন।
Posted ১২:৪৫ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum