মন্ত্রিপরিষদ সচিবসহ ছয় সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে রিট দায়ের করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। অন্য পাঁচ সচিব হলেন- আইন, স্বরাষ্ট্র, শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব।
উল্লেখ্য, হাইকোর্টের একটি বেঞ্চ এক মাসের মধ্যে সকল সাইনবোর্ড, নেমপ্লেট ও মিডিয়ার সব বিজ্ঞাপনে বাংলা ভাষা চালু করার নির্দেশ দেন। কিন্তু হাইকোর্টের সে আদেশ এ সংশ্লিষ্ট বিবাদিরা অমান্য করায় আদালত অবমাননার অভিযোগ এনে আজ এ রিটটি দায়ের করা হয়।
আগামীকাল সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন ইউনুস আলী আকন্দ।