| মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট–১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে সকলকে তার হয়ে কাজ করতে হবে। তাহলেই এ আসনের প্রয়াত এমপি আওয়ামী লীগ নেতা ডা. মোজাম্মেল হোসেনের স্বপ্ন বাস্তবায়ন হবে।
মঙ্গলবার বিকেলে বাগেরহাট–৪ আসনের প্রয়াত সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় শেখ হেলাল উদ্দিন এমপি এ কথা বলেন।
এ সময় উপ¯ি’ত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্–ই আলম বা”চু, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমমাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, প্রয়াত ডা. মোজাম্মেল হোসেন এমপি’র ছেলে ড.মাহামুদ হোসেন বিপ্লব, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রুমান আহ্মেদ, ইউপি চেয়ারম্যান যথাক্রমে আব্দুর রাজ্জাক মজুমদার, মো. জাহাঙ্গীর আলম বাদশা, এইচ এম মাহমুদ আলী, আব্দুর রহিম বা”চু, রিপন দাস সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Posted ১৮:৪৪ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum