| রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
মোরেলগঞ্জ প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে বৈদেশিক কর্মসংস্থান ও দক্ষতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনারে অনুষ্ঠিত। রোববার অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বৈদেশিক জনশক্তি কর্মসংস্থান খুলনার সহকারী পরিচালক মো. রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ানম্যান ফাহিমা ছাবুল, উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভিন, থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে উপজেলা প্রশাসন বিদেশ গমনেচ্ছুদের সচেতন করতে এ কর্মসূচির আয়োজন করে। সেমিনারে বিষয় ভিত্তিক আলোচনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইফুল ইসলাম মামুন। সভায় সরকারি অফিসার, সাংবাদিক, শিক্ষক, ইউপি চেয়ারম্যান ও সুধীজন অংশগ্রহন করেন।
Posted ১৭:৫৪ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum