| শনিবার, ০৫ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
৫ এপ্রিল:উচ্চ আদালত থেকে নিম্ন প্রত্যেকটি আদালতের বিচারকই স্বাধীন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। তিনি বলেন, দেশের প্রত্যেকটি আদালতের বিচারকই স্বাধীন তবে আইনের ঊর্ধ্বে নয়।
শনিবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে অন্তুর্ভুক্তি সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপত্তিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনসহ বারের অন্যান্য সদস্য এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।
প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন নবীন আইনজীবীদের উদ্দেশ্য করে বলেন, “সংবিধান হচ্ছে একটি দেশের সর্বোচ্চ আইন। সংবিধান সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এখন তিনি আপনারা অফিসার্স অব দি কোর্ট। আদালতের ভেতর ও বাইরে সব সময় ভালো আচরণ করতে হবে। এটি একটি মহৎ পেশা। এ পেশায় সৎ হতে হবে। অনুকরণীয় আচরণ করতে হবে।”
তিনি বলেন, “রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিনটি অংশের মধ্যে বিচার বিভাগ একটি অঙ্গ। এ বিভাগে সম্পদের অপ্রতুলতা রয়েছে। আশা করি ধীরে ধীরে এ সংকট কেটে যাবে।” এ বিষয়ে সংশ্লিষ্টদেরকে তিনি যত্নবান হওয়ার আহ্বান জানান।
মোজাম্মেল হোসেন বলেন, “পূর্ণাঙ্গ রায় না পড়েই অনেক মহল থেকেই রায় নিয়ে মন্তব্য করা হয়। ফ্রি স্টাইলে এভাবে রায় নিয় মন্তব্য করা ঠিক না।”
আইনজীবীদের উদ্দেশ্য কর তিনি বলেন, “ইমোশনাল হয়ে আদালতে সাবমিশন করবেন না। আদালতে রাজনৈতিক ইস্যু টেনে সাবমিশন না করে লিগ্যাল পয়েন্টে যুক্তি উপস্থাপন করবেন।”
Posted ১৫:২৩ | শনিবার, ০৫ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin