বিশেষ প্রতিনিধিঃ জামায়াতে ইসলামী বাংলাদেশের ইউরোপ ও ব্রিটেনের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লার সাথে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন স্ট্যান্ড ফর বাংলাদেশের প্রতিনিধি দল।
দৈনিক সংগ্রাম অফিসে সন্ত্রাসীদের তান্ডব, জাতীয় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের উপর সন্ত্রাসীদের বর্বর হামলা ও অফিস ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদে গত ১৩ ডিসেম্বার ২০১৯ শুক্রবার সন্ধায় যুক্তরাজ্যের প্রবাসি বাংলাদেশীদের পক্ষ থেকে লন্ডন ভিত্তিক প্রবাসী বাংলাদেশীদের মানবাধিকার সংগঠন ‘স্ট্যান্ড ফর বাংলাদেশের একটি প্রতিনিধি দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লার ক্যানারিওয়ার্ফে নিজস্ব অফিসে সঙ্গে এক তাৎক্ষনিক সাক্ষাৎ করেছেন।
সংগঠনের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মাজহারুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সেক্র্রেটারী মো: তরিকুল ইসলামের পরিচালনায় প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন মোল্লা, অগানাইজিং সেক্র্রেটারী মোহাম্মদ মাসুদুল হাছান, এবং হাদিসুর রহমানসহ আরো অনেকে।
এ সময় তারা দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের উপর সন্ত্রাসী হামলা ও অফিস ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে তারা আবুল আসাদের মুক্তির দাবীতে প্রবাস থেকে আন্দোলন গড়ে তোলার কর্মপরিকল্পনা গ্রহণ করেন।