| বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
বিনোদন রিপোর্ট : এখন পর্যন্ত বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে এই সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির। জাকির হোসেন রাজু পরিচালিত ‘দবির সাহেবের সংসার’ ছবিতে মাহিয়া মাহিকে তিনটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে মাহিকে প্রথমে দেখা যাবে কাজের মেয়ে চুমকি চরিত্রে। পরে ঘটনাক্রমে জানা যাবে চুমকি মূলত একজন নৃত্যশিল্পীর ঘরে বড় হয়েছে, নাম যার ডেইজি, কিন্তু তাও সত্য নয়। তার নাম চুমকি নয়, প্রতীক্ষা। কিন্তু কে এই প্রতীক্ষা? শুরু হয় অন্যরকম গল্পের সন্ধান। একই ছবির তিনটি চরিত্রে
অভিনয় প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘একই ছবিতে তিনটি চরিত্রে অভিনয় করা আমার জন্য অনেক চ্যালেঞ্জিংই ছিল। তবে রাজু স্যার আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। পাশাপাশি ইউনিটের সবার আন্তরিক সহযোগিতা তো ছিলই। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে ছবিটি হলে গিয়ে দেখার জন্য।
আমার বিশ্বাস তাদের অনেক অনেক ভালো লাগবে ছবিটি।’ পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘আমার আগের সফল ছবি পোড়ামন ছিল ট্র্যাজেডি মুভি। তবে ‘দবির সাহেবের সংসার’ এন্টারটেইনমেন্ট মুভি। এতটুকু আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ছবিতে মাহিসহ সবাই নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে অভিনয় করেছেন।’
পরিচালক জাকির হোসেন রাজু আরও জানান, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দবির সাহেবের সংসার’ ছবিটি আজ দেশের মোট ৯১টি হলে মুক্তি পেতে যাচ্ছে। এই ছবিতে দবির সাহেবের ভূমিকায় অভিনয় করেছেন আলীরাজ। আরও আছেন বাপ্পী চৌধুরী, রোজ।
Posted ১০:৫৬ | বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin