
| রবিবার, ১৭ নভেম্বর ২০১৯ | প্রিন্ট
এ,কে, আজাদ, আয়ারল্যান্ড : জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ৭ নভেম্বর ২০১৯ ইং বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ক্লনডালকিনে এরোমা রেস্টুরেন্টে সন্ধ্যে ৬টায় পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয় । তমাল ও হাবিবের উপস্থাপনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব মনিরুল ইসলাম।
সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন কাউন্টি থেকে আগত বিপুল সংখ্যক বাংলাদেশী। এসোসিয়েশন এর প্রাক্তন সদস্যদের পরিচিতি পর্বের পরে বক্তব্য রাখেন বি এস আই এর প্রতিষ্ঠাতা জনাব চুন্নু মাতবর, জনাব ডাঃ জিন্নুরায়ান জাইগিরদার, জনাব হামিদুল নাসির, জনাব মোস্তাফিজুর রহমান, জনাব সাইফুল ইসলাম প্রমূখ।
সম্মেলনে গত দুই বছরের অর্জন সম্বলিত একটি শর্ট ফিল্ম উপস্থাপন করা হয়,এবং সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান মান বিগত কর্ম বছরের তার সময়ের প্রতিবেদন পেশ করেন। কোষাধ্যক্ষ জনাব কামাল হোসেন বিগত দুই বছরে বিভিন্ন খেলাধুলার আয় ব্যায়ের হিসাব তুলে ধরেন।বিভিন্ন খেলায় বিশেষ কৃতিত্বের জন্য ২০ জন খেলোয়াড়কে বিএসএ আই এর পক্ষ থেকে সনদ ও ক্রেস্ট তুলে দেন সভাপতিবৃন্দ। কমিটির প্রেসিডেন্ট জনাব মনিরুল ইসলাম আগত অতিথিদেরর ধন্যবাদ জানান।
তিনি একটি নির্বাচন কমিশনের নাম ঘোষনা করে বর্তমান কমিটির মেয়াদ তিন মাস হাতে রেখেই কমিটির কার্যক্রম সমাপ্তি ঘোষনা করেন। নির্বাচন পরিচালনা করেন জনাব ডাঃ জিন্নুরাইন জাইগিরদার, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মোস্তফা, আজাদ তালুকদার, চুন্নু মাতব্বর, আনোয়ারুল হক, জাকারিয়া প্রধান।
নতুন নির্বাচনের যে সকল পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দি করেন সে সকল পদে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে চুড়ান্ত প্রার্থী নির্বাচিত হন। সভাপতি, সহ সভাপতি (৩জন), সহ সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় প্রার্থীগন নির্বাচিত হয়ে আসেন।
নবগঠিত পূর্নাঙ্গ কমিটি নিন্ম রুপ;
স্থায়ী সদস্য- চুন্নু মাতব্বর ( ফাউন্ডার)
সভাপতি – মনিরুল ইসলাম, সহ সভাপতি- রিয়াদ খান, সহ সভাপতি- এ এস এম শাহাবুদ্দৌলা বিজয়, সহ সভাপতি – মনিরুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক- আবুল মান্নান মান, সহ সাধারন সম্পাদক- হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক- জস উদ্দিন তমাল, সহ সাংগঠনিক – মোহাম্মদ সলিম মিয়া, কোষাধ্যাক্ষ- কামাল হোসাইন, তথ্যপ্রযুক্তি ও প্রচার বিষয়ক সম্পাদক- এ,কে, আজাদ। নির্বাচন শেষে নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান জনাব মোস্তাফিজুর রহমান।
Posted ০৫:৪৫ | রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | admin