| সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের কালিহাতীতে শিবির নেতা কাজী মোহাম্মদ নুরুজ্জামানের বাড়িতে হামলা চালিয়েছে যুবলীগের সন্ত্রাসীরা। হামলায় তার মাসহ দু‘জন আহত এবং বাড়ির আসবাবপত্র ভাংচুর হয় । শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে ।
জানা যায়, আওয়ামী বিরোধী রাজনীতি ও সরকার বিরোধী প্রচারনার কারনে শিবির নেতা নুরুজ্জামানের উপর ক্ষুব্ধ ছিল স্থানীয় আওয়ামী ও যুবলীগের নেতা কর্মীরা। এবছরের জাতীয় নির্বাচনে জামায়াত ও ঐক্যফ্রন্টের পক্ষে প্রচারণার কারনে নুরুজ্জামানকে টার্গেট করে আওয়ামী লীগ । ওই নির্বাচনে নুরুজ্জামান টাঙ্গাইল ৪ আসনের ঐক্যফ্রন্টের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর পক্ষে অনলাইনে ব্যাপক প্রচারণা চালায় । যার কারনে আওয়ামী লীগের প্রার্থী সোহেল হাজারীর অতীত সম্বন্ধে এলাকার মানুষ জানতে পারে। একারনে আওয়ামী লীগ বুঝতে পারে নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থীর বিশাল বিজয় হবে । কালিহাতীর বেতডোবা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অধিকাংশ মানুষ নুরুজ্জামানের অনলাইনের কাজের পক্ষে সমর্থন করে । এতে ক্ষিপ্ত হয়ে উঠে আওয়ামী লীগের নেতা কর্মীরা । পরে তারা নুরুজ্জামানের বাড়ি গিয়ে তার মাকে হুমকি দিয়ে বলে নুরুজ্জামান যেনো আর আওয়ামী বিরোধী প্রচারনা না চালায়। কিন্তু তার মা তাদের বলে দেয় তার ছেলে যা ভাল মনে করেছে তাই করেছে । একথা শুনে সন্ত্রাসীরা তার মাকে ধাক্কা দিয়ে জোর করে ঘরে প্রবেশ করে । সন্ত্রাসীদের ধাক্কায় তার মা পড়ে দিয়ে মাথায় আঘাত পায় ও রক্তক্ষরণ হয় । সন্ত্রাসীরা ঘরে প্রবেশ করে নুরুজ্জামানের জিনিসপত্র ও ঘরের আসবাবপত্র ভাংচুর শুরু করে । এসময় তাদের বাড়ির কেয়ার টেকার জলিল এগিয়ে এসে ভাংচুরে বাধা দিলে তারা জলিলকেও আহত করে। বাড়ি থেকে চলে আসার সময় সন্ত্রাসীরা নুরুজ্জামানকে আওয়ামী বিরোধী রাজনীতি না করার হুমকি দিয়ে আসে । অন্যথায় তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই মেরে ফেলার হুমকি দেয় সন্ত্রাসীরা । নুরুজ্জামানের বন্ধু রানা বাড়ির বাইরে থেকে সন্ত্রাসীদের ভাংচুর দেখলেও একা থাকার কারনে তাদের বাধা দিতে পারেনি।
হামলার পরে সন্ত্রাসীরা চলে গেলে নুরুজ্জামানের বন্ধু রানা তার মা ও বাড়ির কেয়ার টেকারকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে তারা ওইদিন বাড়ি ফিরে যায়। পরের দিন রানার সহায়তায় নুরুজ্জামানের মা থানায় হামলার বিষয়ে জিডি করতে যায়। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জিডি করতে অপারগতা প্রকাশ করে। তিনি নুরুজ্জামানের মাকে জানিয়ে দেয়, হামলার বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
Posted ০৮:২২ | সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Mahbub