| সোমবার, ১৩ মে ২০১৯ | প্রিন্ট
বিএসটিআইর পরীক্ষায় প্রমাণিত ৫২টি ভেজাল বা নিম্নমানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে এসব খাদ্য পণ্য বিক্রি ও সরবরাহে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
আদালতের এই আদেশ বাস্তবায়ন করে আগামী ১০ দিনের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আদালত এবিষয়ে পরবর্তী আদেশের জন্য ২৩ মে দিন ধার্য করেছেন।
এখানে জেনে নিন কোন ৫২ টি পণ্য কেনা থেকে বিরত থাকতে হবে-
তেল
১) তীর সরিষার তেল ২) জিবি সরিষার তেল ৩) পুষ্টি সরিষার তেল ৪) রূপচাঁদা সরিষার তেল
মশলা
৫) ড্যানিশ হলুদগুঁড়া ৬) প্রাণ হলুদগুঁড়া ৭) ফ্রেশ হলুদগুঁড়া ৮) সান ফুডের হলুদগুঁড়া ৯) ডলফিনের হলুদগুঁড়া ১০) মঞ্জিলের হলুদগুঁড়া ১১) সূর্যের মরিচগুঁড়া ১২) ডলফিনের মরিচগুঁড়া ১৩) পিওর হাটহাজারী মরিচগুঁড়া ১৪) প্রাণের কারি পাউডার ১৫) ড্যানিশের কারি পাউডার ১৬) এসিআইর ধনিয়াগুঁড়া
সেমাই
১৭) প্রাণ লাচ্ছা সেমাই ১৮) মিষ্টিমেলা লাচ্ছা সেমাই ১৯) মধুবন লাচ্ছা সেমাই ২০) মিঠাই লাচ্ছা সেমাই ২১) ওয়েল ফুড লাচ্ছা সেমাই ২২) কিরণের লাচ্ছা সেমাই ২৩) জেদ্দার লাচ্ছা সেমাই ২৪) অমৃতের লাচ্ছা সেমাই ২৫) মধুফুলের লাচ্ছা সেমাই
মিনারেল ওয়াটার
২৬) আরা ড্রিংকিং ওয়াটার ২৭) আর আর ডিউ ড্রিংকিং ওয়াটার ২৮) আল সাফি ড্রিংকিং ওয়াটার ২৯) মিজান ড্রিংকিং ওয়াটার ৩০) মর্ণ ডিউ ড্রিংকিং ওয়াটার ৩১) ডানকান ন্যাচারাল মিনারেল ওয়াটার ৩২) দিঘী ড্রিংকিং ওয়াটার
লবণ
৩৩) এসিআইর আয়োডিনযুক্ত লবণ ৩৪) মোল্লা সল্টের আয়োডিনযুক্ত লবণ ৩৫) মধুমতির আয়োডিনযুক্ত লবণ ৩৬) দাদা সুপারের আয়োডিন যুক্ত লবণ ৩৭) লাকী সল্ট এর (মদীনা, স্টারশীপ) আয়োডিনযুক্ত লবণ ৩৮) নুরের আয়োডিনযুক্ত লবণ ৩৯) তিন তীর আয়োডিনযুক্ত লবণ ৪০) তাজ আয়োডিনযুক্ত লবণ
অন্যান্য ফুড প্রোডাক্ট
৪১) ডুডলি নুডলস ৪২) শান্ত ফুডের (টেস্টি, তানি, তাসকিয়া) সফট ড্রিংক পাউডার ৪৩) প্রিয়া সফট ড্রিংক পাউডার ৪৪) বনলতার ঘি ৪৫) বাঘাবাড়ীর স্পেশাল ঘি ৪৬) কিং ময়দা ৪৭) নিশিতা ফুডসের সুজি ৪৮) গ্রীন লেনের মধু ৪৯) মক্কা চানাচুর ৫০) মেহেদী বিস্কুট ৫১) রূপসার দই ৫২) সান চিপস।
বাংলাদেশ জার্নাল
Posted ১২:৫৫ | সোমবার, ১৩ মে ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain