| শনিবার, ২০ এপ্রিল ২০১৯ | প্রিন্ট
আল আমিন মন্ডল (বগুড়া) : গতকাল শনিবার বগুড়ার গাবতলী সোনারায়ের সাবেকপাড়া দেলোয়ারীয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়েছে। এ উপলক্ষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন।
অত্র মাদ্রাসার সভাপতি ও জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার কে.এ.ই.এম আব্দুর রহমান, পীরগাছা এ.এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সহকারী সুপার এনামুল হক, সমাজসেমক ডাঃ আশরাফুল ইসলাম রাজু, ম্যানেজিং কমিটির সদস্য সবুজ মিয়া, শিক্ষক পারুল খাতুন, এবিএম বারী, মেহেদী হাসান, নাজনীন নাহার, গৌর চন্দ্র, মোকছেদ আলী, আব্দুল কাইয়ুম, সাইফুল ইসলাম সুফল ও ডাঃ সাইফুল ইসলাম প্রমূখ। শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
Posted ১৫:৫৬ | শনিবার, ২০ এপ্রিল ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | admin