| বুধবার, ১৯ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা: ধর্ষণের অভিযোগে পিরোজপুরের নাজিরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুর রহমানকে আগামী ৮ এপ্রিল তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনায় জড়িত স্থানীয় মৌলভী মুজাহিদুল ইসলাম জাফর ও বকশী এসএম দাসুস সুন্নাত দাখিল মাদরাসার শিক্ষক অসীম মিস্ত্রিকেও আদালতে হাজির হতে বলা হয়েছে।
বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মাহমুদুল হকের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন। এ আদেশের পাশাপশি আদালত রুলও জারি করেন। রুলে আইন শৃঙ্গলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহার করে দুই তরুণীকে নির্যাতন, তাদের মধ্যে একজনকে ধর্ষণ এবং শিশু বিবাহে বাধ্য করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
রুলে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, পিরোজপুরের পুলিশ সুপার, জেলার নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী উপ-পরিদর্শক আবদুর রহমান, মৌলভী মুজাহিদুল ইসলাম মিয়া ও বকশী এসএম দাসুস সুন্নাত দাখিল মাদরাসার শিক্ষক অসীম মিস্ত্রিকে জবাব দিতে বলা হয়েছে।
এসময় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের করা আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অবন্তী নুরুল। এসময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯ মার্চ ইংরেজি দৈনিক ডেইলি স্টারে ‘গার্ল গোজ থ্রু হরিফিক অ্যাবিউজ’ (Girl goes thru horrific abuse) শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে প্রকাশিত প্রতিবেদনটি যুক্ত করে জনস্বার্থে একটি রিট দায়ের করা হয়।
Posted ১৭:০০ | বুধবার, ১৯ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin