| সোমবার, ২৮ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট
স্বাধীনদেশ অনলাইন : লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনে নির্বাচিত নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সিলেটের জনপ্রিয় পত্রিকা দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আবদুল কাদের তপাদার । তিনি মনে করেন, কোনো কোনো বিজয় নিজের পরিবারেরই বিজয় বলে মনে হয়। আমি বা আমরা বা আমরা সবাই আবেগতাড়িত হই। বিজয়ের, আনন্দের গোলাপ পাপড়িটা ছিটিয়ে দিতে মন চায় খুব কাছ থেকে কিন্তু সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে সরাসরি পাপড়িটা ছিটিয়ে দিতে না পারলেও অভিনন্দন এর মুগ্ধতায় আমাদের কমতি কিসে।
বৃটেনের বাংলা সাংবাদিকতায় বাংলাদেশের লাল সবুজ পতাকার প্রতিনিধিত্বশীল পেশাদারী প্রতিষ্ঠান লন্ডন-বাংলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এমদাদুল হক চৌধুরী এমাদ। পুনর্নিবাচিত সাধারণ সম্পাদক প্রিয়ভাজন মোহাম্মাদ জুবায়েরসহ কমিটির নব নির্বাচিত সকল কর্মকর্তাকে জানাই আন্তরিক অভিনন্দন।
তিনি আশা প্রকাশ করে বলেন, নেতৃত্বে – কর্তৃত্বে যুক্তরাজ্য এবং ইউরোপে বাংলা সাংবাদিকতার বিকাশ ঘটুক। বাংলাদেশের সমাজ সংস্কৃতির আধুনিক ধারার জয়গান ছড়িয়ে পড়ুক চারদিকে। তিনি মনে করেন মূলধারার মিডিয়ায় বাংলা মিডিয়ার সাংবাদিকদের হাত প্রসারিত হবে আপন আলোয়। সাংবাদিকতার আলোকিত ঐশ্বর্যে সভ্যতা ভব্যতায় এগিয়ে যাক আমাদের অপার সম্ভাবনা। সামনের দিনগুলো হোক সম্ভাবনাময়, হোক সোনালী ইতিহাসের বিনির্মাণে স্বপ্নময়।
Posted ১৩:২৯ | সোমবার, ২৮ জানুয়ারি ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | admin