শুক্রবার ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘বীর’-এ বুবলী

  |   শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট

‘বীর’-এ বুবলী

চলচ্চিত্রের তারকা মুখ শবনম ইয়াসমিন বুবলী বড় পর্দায় কাজ শুরু করার পর আর থেমে থাকেন নি। একটানা একের পর এক ছবিতে কাজ করে চলছেন। তার অভিনীত বেশিরভাগ ছবি দর্শকরা এরইমধ্যে পছন্দও করেছেন। গত বছর ‘ক্যাপ্টেন খান’, ‘সুপারহিরো’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ নামের তিনটি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এবার নতুন বছরের শুরুতেই নতুন ছবির খবর জানালেন বুবলী। আর কয়েকদিন পরই কাজী হায়াৎ পরিচালনা করতে যাচ্ছেন তার ৫০তম ছবি। এবারই প্রথম এ ছবিতে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান প্রখ্যাত নির্মাতা কাজী হায়াতের পরিচালনায় কাজ করবেন। বেশ কিছুদিন যাবৎ এ ছবিতে শাকিবের বিপরীতে কোন নায়িকা কাজ করবেন তা নিয়ে আলোচনা চলছিল।

অবশেষে জানা গেল, ‘বীর’ ছবিতে শাকিবের বিপরীতে বুবলীকে চূড়ান্ত করা হয়েছে। ছবিটি প্রযোজনা করবেন শাকিব খান ও এমডি ইকবাল। তারা দুজনই এ ছবিতে বুবলীর অভিনয়ের বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন। শাকিব খান এ প্রসঙ্গে বলেন, প্রথমে জয়া আহসান, বুবলীসহ কয়েকজনের কথা গল্প অনুযায়ী ভাবা হয়েছিল। জয়ার কাজ করার ইচ্ছেও ছিল। তবে, সেজন্য আরো কিছুটা সময় দরকার ছিল তার। এদিকে, ছবির শুটিংয়ের সময়ও চলে এসেছে আমাদের। তাই সব মিলিয়ে বুবলীকে চূড়ান্ত করা হয়েছে। আশা করি, দর্শকরা এ ছবিটি পছন্দ করবেন। এদিকে বুবলী জানান, সব সময়ই ভালো গল্পের ছবিতে কাজ করার চেষ্টা করে এসেছি। ভালো গল্পের প্রতি দুর্বলতা আমার সবচেয়ে বেশি। এ ছবির গল্পটিও দারুণ। আর কাজী হায়াৎ আমাদের দেশের একজন প্রখ্যাত নির্মাতা। তার সঙ্গে কাজ করতে পারাটাও একজন শিল্পী হিসেবে সৌভাগ্যের বিষয়। এ কাজটি নিয়ে আমি আশাবাদী। এদিকে ছবির আরেক প্রযোজক এমডি ইকবাল জানান, বর্তমানে নির্মাতা কাজী হায়াৎ উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় অবস্থান করছেন। আসছে ১০ই জানুয়ারির মধ্যে দেশে ফিরবেন। এরপরই ‘বীর’ ছবির মহরতসহ টানা শুটিং চলবে। মহরতে বাকি শিল্পীদের নাম জানানো হবে। মানবজমিন

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৭ | শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com