| রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট
স্টাফ রিপার্টারঃ
মিরপুরের ১৩ এ আহসানিয়া মিশন কলেজ কেন্দ্রে পুলিশের এক এসআই, একজন প্রিজাইডিং অফিসার ও তিনজন সহকারী প্রিজাইডিং অফিসারকে নিচু গলায় নির্দেশ দেয়। পুলিশের ওই এসআই তাদেরকে বলে, আপনারা সন্ধ্যার পর রাত্রি ৮টার মধ্যে ৩০ শতাংশ ব্যালেট পেপারে সীল ও সাইন করে রাখবেন। একই আসনে ৮ / ৯ টি কেন্দ্রে ভোটের ব্যালেটে আওয়ামী লীগের কর্মীরা সীল মারার সময় এক সাংবাদিক ছবি তুলে। এসময় তাকে গ্রেফতার করে আওয়ামী পুলিশ বাহিনী।
সৃজনশীল একাডেমিতে ধানের ঢাকা -১৫ আসনের কয়েকটি কেন্দ্রে জালভোটসহ অনিয়মের অভিযোগ
স্টাফ রিপার্টারঃ
মিরপুরের ১৩ এ আহসানিয়া মিশন কলেজ কেন্দ্রে পুলিশের এক এসআই, একজন প্রিজাইডিং অফিসার ও তিনজন সহকারী প্রিজাইডিং অফিসারকে নিচু গলায় নির্দেশ দেয়। পুলিশের ওই এসআই তাদেরকে বলে, আপনারা সন্ধ্যার পর রাত্রি ৮টার মধ্যে ৩০ শতাংশ ব্যালেট পেপারে সীল ও সাইন করে রাখবেন। একই আসনে ৮ / ৯ টি কেন্দ্রে ভোটের ব্যালেটে আওয়ামী লীগের কর্মীরা সীল মারার সময় এক সাংবাদিক ছবি তুলে। এসময় তাকে গ্রেফতার করে আওয়ামী পুলিশ বাহিনী।
সৃজনশীল একাডেমিতে ধানের শীষের এক সমর্থক ছবি তুলতে যাওয়ায় পিটিয়ে আহত করেছে। আরেক কর্মী ইকবালকে বন্দি করেছে আওয়ামী পুলিশ।
অন্যদিকে ঢাকা-১৫ আসনের চারটি কেন্দ্রে ঘুরে এসে বিবিসি’র সংবাদদাতা আহরার হোসেন জানিয়েছেন , ৪টা ভোট কেন্দ্রের একটিতেও নৌকা ও হাতপাখার প্রার্থীর বাদে অন্য কোনো প্রার্থীর পোলিং এজেন্ট ভোটকেন্দ্রেই আসেনি। এছাড়া ইব্রাহীমপুর প্রাথমিক বিদ্যালয়ে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। চেরীগ্রামার স্কুলের এজেন্ট ইমরানকে কমিশনার মতি মোল্লার অফিসে আটকিয়ে রেখেছে আওয়ামী পুলিশ। এসব খবর বিশেষ শিক্ষা কেন্দ্রে ঢাকা মেট্রো ১২২১৩৩ এই গাড়িতে বসা মেজিষ্ট্রেট, ১১০০০৫ নং গাড়ির বিজিবিকে জানানো হলেও তারা কোন প্রতিকার না করে চলে যেতে বলেছে। শাহজাহান সোহাগ নামে এক কর্মী ধীমান বিদ্যা নিকেতন স্কুলের প্রধান পরিচালক পুলিশ ধরে নিয়ে গিয়েছে।
মনিপুর ব্রাঞ্চ ৩ ধানের শীষের সমর্থক গিয়াস উদ্দিন তালুকদার ভাইকে ছাত্রলীগ পিটিয়ে বের করে দিয়েছে।
শীষের এক সমর্থক ছবি তুলতে যাওয়ায় পিটিয়ে আহত করেছে। আরেক কর্মী ইকবালকে বন্দি করেছে আওয়ামী পুলিশ।
অন্যদিকে ঢাকা-১৫ আসনের চারটি কেন্দ্রে ঘুরে এসে বিবিসি’র সংবাদদাতা আহরার হোসেন জানিয়েছেন , ৪টা ভোট কেন্দ্রের একটিতেও নৌকা ও হাতপাখার প্রার্থীর বাদে অন্য কোনো প্রার্থীর পোলিং এজেন্ট ভোটকেন্দ্রেই আসেনি। এছাড়া ইব্রাহীমপুর প্রাথমিক বিদ্যালয়ে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। চেরীগ্রামার স্কুলের এজেন্ট ইমরানকে কমিশনার মতি মোল্লার অফিসে আটকিয়ে রেখেছে আওয়ামী পুলিশ। এসব খবর বিশেষ শিক্ষা কেন্দ্রে ঢাকা মেট্রো ১২২১৩৩ এই গাড়িতে বসা মেজিষ্ট্রেট, ১১০০০৫ নং গাড়ির বিজিবিকে জানানো হলেও তারা কোন প্রতিকার না করে চলে যেতে বলেছে। শাহজাহান সোহাগ নামে এক কর্মী ধীমান বিদ্যা নিকেতন স্কুলের প্রধান পরিচালক পুলিশ ধরে নিয়ে গিয়েছে।
মনিপুর ব্রাঞ্চ ৩ ধানের শীষের সমর্থক গিয়াস উদ্দিন তালুকদার ভাইকে ছাত্রলীগ পিটিয়ে বের করে দিয়েছে।
Posted ১০:৪৩ | রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Mahbub