| বুধবার, ১২ মার্চ ২০১৪ | প্রিন্ট
বিনোদন : ‘লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত’র উপস্থাপনা করতে যাচ্ছেন লাক্সতারকা রুমানা মালিক মুনমুন। অনুষ্ঠানটি মহান স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। এটি চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচার হওয়ার কথা রয়েছে।
এ প্রসঙ্গে মুনমুন সংবাদমাধ্যমকে বলেন, “আমি উপস্থাপনাকে সব সময় উপভোগ করি। তাই নিয়মিত উপস্থাপনা করছি। এবার লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানের উপস্থাপনার প্রস্তাব পেয়ে নিজেকে ধন্য মনে করছি। কারণ এটি হবে ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় সঙ্গীত পরিবেশনের অনুষ্ঠান। এ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আমিও ইতিহাসের অংশ হয়ে থাকব। তাছড়া লাখো মানুষের সঙ্গে আমিও একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে পারব।”
খুব শিগগিরই অনুষ্ঠানের জন্য রিহার্সেল শুরু হবে বলে জানিয়েছেন মুনমুন। বর্তমানে তিনি ‘আমার আমি’, ‘স্পেলিং বি’সহ বেশ ক’টি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। পাশাপাশি ‘চার দেয়ালের কাব্য’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন। সেই সঙ্গে অচিরেই তার একটি খন্ড নাটকে অভিনয়ের কথা রয়েছে।
প্রসঙ্গত, মুনমুন ২০০৬ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় চতুর্থ স্থান লাভ করেন। এর পর পরই তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপে’ অভিনয় করে দারুণ প্রশংসিত হন। বর্তমানে তিনি নাটক-টেলিছবিতে অভিনয় ও উপস্থাপনা নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন।
Posted ১৫:৫৬ | বুধবার, ১২ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin