
| শনিবার, ০১ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট
আল আমিন : কোরআন শরিফ সহি-শুদ্ধরূপে তেলাওয়াতের মর্যাদা অনেক উর্দ্ধে। কিয়ামতের দিন এ শ্রেণির মানুষ উচ্চাসন লাভে ধন্য হবেন। হাদিস শরিফে এসেছে, হযরত আয়েশা রা. থেকে বর্ণিত- রাসূল সা. ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ‘তো’ ‘তো’ করে অর্থা’ ঠেকে ঠেকে এবং এ জন্য তার কাছে বিষয়টি কঠিন মনে হয় তবে সে দ্বিগুণ সওয়াব পাবে। (সহিহ মুসলিম, নং- ১৭৩২)
অন্যত্র হযরত আয়েশা রা. বলেন, নবি করিম সা. ইরশাদ করেন- যে ব্যক্তি হাফেজে কোরআন এবং সে নিয়মিত কোরআন তেলাওয়াত করে, সে ব্যক্তি লিপিকার সম্মানিত ফেরেশতার ন্যায়। আর যে ব্যক্তি কষ্ট করে ঠেকে ঠেকে কোরআন তেলাওয়াত করে সে দ্বিগুণ সওয়াব লাভ করবে। (সহিহ মুসলিম ও বুখারি, হাদিস নং- ৪৫৭৭) আমাদের সময় ডটকম
Posted ১৩:৪৩ | শনিবার, ০১ ডিসেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain