| মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
ঢাকাই সিনেমায় নতুন জুটি সিয়াম ও পূজা বেশ সম্ভাবনাময়ী। ‘পোড়ামন ২’ ছবি দিয়ে অভিনয় গুণে নিজেদের চিনিয়েছেন এ জুটি। এ ছবিতে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন তারা। যার ফলস্বরূপ সিয়াম ও পূজার ক্যারিয়ারে আরো একটি পালাবদলের হাওয়া লাগতে যাচ্ছে। এবার তারা জুটি বেঁধে অভিনয় করবেন বলিউডের সিনেমায়। বলিউডের রেমো ডি সুজার প্রতিষ্ঠানের ব্যানারে ছবিটি নির্মাণ হওয়ার কথা রয়েছে। ছবির নাম ‘জ্বলন’। এটি পরিচালনা করবেন বলিউডের কোরিওগ্রাফার ও নির্মাতা জায়েস প্রধান।
এ প্রসঙ্গে সিয়াম বলেন, প্রথম সিনেমার সাফল্যের পর যেনতেন কিছু করার ইচ্ছা কখনোই নেই। এই ছবিটির মাধ্যমে আমার স্বপ্নের একটা ধাপ পূরণ হবে বলে আশা করছি। সব কিছু ঠিক থাকলে শিগগিরই মুম্বইতে কাজে অংশ নেবো। পূজা চেরি বলেন, এটা সত্যি ভীষণ ভালো লাগার যে, আমি আর সিয়াম বলিউডে জুটি বাঁধতে যাচ্ছি। এই ছবিটির ব্যাপারে বেশ উচ্ছ্বসিত আমি। যতদূর জানি, মুম্বইতে শুটিং হবে ছবিটির। শিগগিরই কাজে অংশ নেয়ার জন্য মুম্বই যাবো। প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে এ জুটির ‘দহন’ ছবিটি। আগামী ৩০শে নভেম্বর মুক্তি পাবে ছবিটি। মানবজমিন
Posted ১৩:৩১ | মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain