লন্ডন, ১৭ এপ্রিল : সৌদি আরবে দু’দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেলে যুক্তরাজ্যের উদ্দেশে সৌদি আরব ত্যাগ করেছেন। কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে সোমবার রাতে এক সাপ্তাহের সফরে যুক্তরাজ্যের এসে পৌছেছেন তিনি। প্রধানমন্ত্রী যুক্তরাজ্য এসে পৌছলে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাজ্য আওয়ামীলীগ। অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমনকে প্রত্যাখান করে যুক্তরাজ্য বিএনপি সোমবার দুপুরে সেন্ট্রাল লন্ডনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। এছাড়া দলটি মঙ্গলবারও শেখ হাসিনার লন্ডন সফরের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে । বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপি’র শত শত নেতাকর্মী অংশ নেয়। এসময় তারা কারাবন্দী বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়া মুক্তির ও গণতন্ত্র পুনরোদ্ধারের দাবী জানান।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশে গুম, হত্যা, খুন এবং বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের জেল জুলুম বন্ধে বিশ্ব নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন। এসময় বিএনপির সভাপতি বলেন, আমরা কমনওয়েলথসহ বিশ্ব নেতাদের কাছে খালেদা জিয়ার দ্রুত মুক্তি ও দেশে মানবাধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে স্মারকলিপি প্রদান করব। পাশাপাশি শেখ হাসিনা যতদিন লন্ডনে থাকবে ততদিন টানা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাব।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রাব্বানী সোহেল, সাবেক উপদেষ্টা আলহাজ্ব ময়না মিয়া, সাবেক যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম মামুন, কামাল উদ্দিন, সাবেক সিনিয়র সদস্য মিসবাউজ্জামান সোহেল, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আজমল হোসেন চৌধুরী জাবেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, লন্ডন মহানগর বিএনপি‘র সহ সভাপতি মোঃ শাহাদত হোসাইন, লন্ডন মহানগর বিএনপি‘র সহ সভাপতি মোঃ কামরুল হাসান, সাসেক্স বিএনপি‘র ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল ওয়াদুদ , নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাসাস সভাপতি এমাদুর রহমান এমাদ, সাবেক ছাত্র নেতা মাছউদুল হাসান , ছাত্রদল নেতা মাহমুদ উল্লাহ হান্নান ,যুবদল নেতা আব্দুল আলীম,রাসেল হোসাইন, মোহাম্মদ আব্দুল গনি , আব্দুর রহিম, জুবায়ের আহমেদ শিশির , নূর উদ্দিন ওরফে লুৎফর রহমান , মোহাম্মদ জাহিদ হাসান, মাহমুদুল হাসান রুবেল, ছাত্রদল নেতা মোঃ আব্দুস সামাদ, মোঃ নাঈম, মোঃ মিজানুর রহমান ( আবুল হোসেন),মোঃ মাছুম বিল্লাহ , মোঃ মহিন উদ্দিন, তারেক আহমেদ, তানবীন আহমেদ, নেতা মোঃ বেলাল হোসাইন পাশা, সাবেক ছাত্রনেতা নউশিন মোস্তারী মিয়া সাহেব , লন্ডন মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ তারিকুল ইসলাম ,লন্ডন মহানগর বিএনপির প্রচার সম্পাদক মো: মঈনুল ইসলাম, যুব দলের সিনিয়র সহসভাপতি আব্দুল হক রাজ, জাসাসের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সাবেক ছাত্রনেতা মোঃ রাকিব হাসান, এস এম ওমর পারভেজ , সেলিম উদ্দিন, তুরন মিয়া, ছাত্রনেতা ইমতিয়াজ এনাম তানিম, আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান, আনোয়ার পারভেজ তালুকদার, পারভেজ আহমেদ রাকিব, সুয়েব আহমেদ, মাসুদুর রহমান প্রমুখ।
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সম্বলিত পোস্টার ও ভোটার বিহীন অবৈধ প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যে প্রতিহত করতে হাসিনা বিরোধী স্লোগান সম্বলিত পোস্টার ভ্যান গাড়িতে লাগিয়ে লন্ডনের বিভিন্ন শহরে প্রদক্ষিণ করেছে। যেখানেই হাসিনা সেখানেই প্রতিরোধ কর্মসূচীর অংশ হিসেবে যুক্তরাজ্য বিএনপির সরকার বিরোধী আন্দলনে নতুন মাত্রা সংযোজন করা হয়েছে।
এদিকে যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিভিন্ন সাফল্যের জন্য প্রবাীদের পক্ষ থেকে বিশাল সবংর্ধনার আয়োজন করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগ। বিভিন্ন সূত্রে জানা গেছে আগামী ২১ এপ্রিল প্রধানমন্ত্রীকে নিয়ে আওয়ামীলীগ এই সংবর্ধনা সভা করতে যাচ্ছে সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে।
প্রধানমন্ত্রীর আসন্ন সফরে সিলেট-টু লন্ডন ফ্লাইট, ব্রিটেন থেকে প্রবাসীদের ভোটার রেজিস্টেশনের মত বিষয়গুলি তার নজরে আসনতে আওয়ামীলীগ নেতৃবৃন্দের প্রতি প্রবাসীরা আহবান জানিয়েছেন।