| মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় পর বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী অপি করিম। সর্বশেষ ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমায় তাকে দেখা গিয়েছিল।
কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে নির্মিত ‘ডেব্রি অব ডিজায়ার’ সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হবে।
কলকাতার ইন্দ্রনীল রায় চৌধুরী এটি পরিচালনা করবেন। তার সঙ্গে প্রযোজনা করছেন বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদ। প্রাথমিকভাবে সিনেমাটির বাংলা নাম রাখা হয়েছে ‘মায়ার জঞ্জাল’।
এতে অপির স্বামীর চরিত্রে থাকছেন কলকাতার একজন জনপ্রিয় অভিনেতা। তবে তার নাম প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনও জানানো হয়নি।
জানা গেছে, ‘ডেব্রি অব ডিজায়ার’র শুটিংয়ে অংশ নিতে অপি করিম এখন কলকাতায়। কলকাতার পর ঢাকাতেও সিনেমাটির শুটিং হবে।
Posted ১৪:৪৭ | মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain