| বৃহস্পতিবার, ০৮ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী বুধবার (১৪ নভেম্বর) পর্যন্ত মুলতবি করেছে আদালত। আজ পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের আংশিক শুনানি হওয়ার পর বিচারক এ আদেশ দেন।
এর আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বিশেষ আদালতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার ৪০মিনিটে খালেদাকে বহনকারী গাড়িটি নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে প্রবেশ করে। খালেদা জিয়ার কারাগারে নেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই বিএসএমএমইউ ও নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়।
বৃহস্পতিবার শুনানি মুলতবির আদেশের পর হুইল চেয়ারে চড়িয়েই খালেদাকে ফের কারাগারে ঢোকানো হয়।
Posted ১৪:৫৩ | বৃহস্পতিবার, ০৮ নভেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain