| সোমবার, ০৫ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
মার্কিন গণতন্ত্র ধ্বংস করার পেছনে রাশিয়া নয় বরং অর্থই মূলত দায়ী। এমনকি দেশটির শুধু আসন্ন মধ্যবর্তী নির্বাচনেই প্রত্যক্ষভাবে ব্যয় হচ্ছে ৫শ’ কোটির বেশি অর্থ। তবে অর্থ রাজনীতিকদের পেছনে দৌঁড়াচ্ছে না বরং রাজনৈতিকরাই অর্থের পেছনে ছুটছেন বলে অভিযোগ করেছে একটি গবেষণা সংস্থা।
মার্কিন রাজনৈতিকদের জন্য হাজার হাজার কোটি ডলার ব্যয় করেন দেশটির ধনকুবেররা বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি’র একদল গবেষক। এবারের নির্বাচনে প্রায় ৫.২ বিলিয়ন ডলারের মধ্যে অধিকাংশই দিচ্ছে ধনকুবেররা।
গবেষকদের মতে, মার্কিন সম্পদশালীরা তাদের অর্থের ওপর কর, আয়ের ওপর কর কমানোসহ বিভিন্ন সুযোগ-সুবিধার জন্যই রাজনৈতিকদের পেছনে অর্থ ব্যয় করে থাকে। এমনকি অনেক সময় ধনকুবেরদের অপরাধ ও দোষগুলো ধামাচাপা দিতে ও বিশেষ সুবিধা পেতে সুপারিশ করার জন্য রাজনৈতিকদের পেছনে প্রচুর অর্থ খরচ করা হয়। নির্বাচনের আগে প্রচারণার কাজে ধনকুবেররা প্রচুর অর্থ খরচ করেন এই জন্য যে, সাংসদরা দেশটির কংগ্রেসে তাদের স্বার্থ নিয়ে কথা বলবেন। আরটি
Posted ১৩:৩৩ | সোমবার, ০৫ নভেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain